ইবি প্রতিনিধিঃ উৎকোচের বিনিময়ে কাজ করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর তিন কর্মচারীকে শোকজ করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ তিন কর্মচারীকে শোকজের তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত উৎকোচগ্রহণকারী কর্মচারীরা হলেন পরিক্ষা নিয়ন্ত্রক অফিসের জিল্লুর রহমান, মনিরুল ইসলাম ও মুরাদ হোসেন।
ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক জানান, “প্রো-ভিসির নির্দেশনায় অভিযোগের ভিত্তিতে তাদের শোকজ করা হলে গতকাল তারা জবাব দিয়েছে। জবাব প্রো-ভিসির কাছে পাঠানো হয়েছে। জবাবে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে।”
শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয় তাদের এমন কড়া নির্দেশনা দেওয়া হয়েছিল, ববলে জজানা যায় কিন্তু কর্মকর্তাগগণ নির্দেশনা উপেক্ষা করে উৎকোচ গ্রহণ করে। শিক্ষার্থীদের থেকে সেবার বিনিময়ে উৎকোচ নেওয়া কোন ভাবেই সমর্থনযোগ্য নয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসময় জানান যে ব্যাংকের রশিদ ছাড়া যাতে কাউকে টাকা দেওয়া না হয় এবং কেউ অসদাচার করলে পরিক্ষা নিয়ন্ত্রকের কাছে সরাসরি যোগাযোগ করে বিষয়টি অবগত করলে সুফল মিলবে।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব রাজ তিনদিন ঘুরে উৎকোচের বিনিময়ে নম্বরপত্র পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে পরিক্ষা নিয়ন্ত্রক অফিসের তিন কর্মচারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে তোলপাড় শুরু হয়। এরই পরিপেক্ষিতে এ শোকজ করা হয়।