দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জের পল্লীতে সিঁধ কেটে বসতঘরে ঢুকে ঘুমন্ত পাঁচ বছরের শিশুকে তুলে নিয়ে যৌন নির্যাতনকারী আলী হোসেনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া গাছ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। লম্পট আলী হোসেন উপজেলার সাতারপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। সে চার সন্তানের জনক বলে জানা গেছে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই শিশু নিপীড়ক আলী হোসেনকে গ্রেফতারে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় চালানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ থানার ওসি((তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা নাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল কিশোরগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে বলে তিনি জানান। উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর রাতে দরিদ্র রিকশাচালকের বসত ঘরে সিঁধ কেটে ঘুমন্ত পাঁচ বছরের কন্যাশিশুকে ঘর থেকে তুলে নেয় আলী হোসেন। বাড়ি থেকে কিছু দূরে এক নির্জন স্থানের পতিত জমিতে নিয়ে শিশুটির উপর যৌন নিপীড়ন চালায়। এ সময় শিশুটিকে কামড়িয়ে শরীরের বুক ও ঘাড়ে জখম করে। এরপর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় রেখে দুর্বৃত্ত পালিয়ে যায় সে। ভোরে শিশুটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করে আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এ ঘটনায় শিশুর পিতা বাদি হয়ে আলী হোসেনকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন।