Home টপ নিউজ নির্দেশ আদালতের সালমান পরিবারকে সুশান্তর ঘটনায় না জড়াতে

নির্দেশ আদালতের সালমান পরিবারকে সুশান্তর ঘটনায় না জড়াতে

দ্যা নিউজ বিডি,বিনোদন ডেস্ক: সুশান্ত সিং রাজপুত ও তার ম্যানেজার দিশা সালিয়ানের অপমৃত্যু মামলায় সালমান খানের ভাই আরবাজ ও পরিবারের অন্যদের নাম জড়ানো থেকে বিরত থাকুক নেটিজেনরা। সোমবার মুম্বাইয়ের এক দেওয়ানি আদালত দিল্লির সংবাদকর্মী সাক্ষী ভান্ডারি, আইনজীবী বিভোর আনন্দ এবং একাধিক সোশ্যাল মিডিয়া ইউজারকে খান পরিবারের নাম জড়ানো থেকে বিরত থাকতে বলে।টুইটার, ফেইসবুকে একাধিক পোস্ট ও মন্তব্যে আরবাজের নাম সুশান্ত ও দিশার রহস্য মৃত্যুর সঙ্গে জড়িয়ে অভিনেতা ও তার পরিবারের মানহানি করছে। এমনই দাবি তুলে গত সপ্তাহে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা-নির্মাতা।পাশাপাশি সুশান্ত-দিশার মামলায় আরবাজের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কোনোরকম মন্তব্য প্রকাশ বন্ধ ও ইতিমধ্যে করা মন্তব্য তুলে নেওয়ার আবেদন জানান।মামলায় সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউবেও পার্টি হিসেবে চিহ্নিত করেছিলেন আরবাজ খান। কারণ সব প্ল্যাটফর্মেই সুশান্ত ও দিশার মৃত্যু সংক্রান্ত কনটেন্ট রয়েছে। যেখানে খান পরিবারের নামে অপবাদ দেওয়া হচ্ছে।এর আগে সুশান্তর মৃত্যুতে কয়েকজন বলিউড সেলিব্রিটিকে জড়িয়ে মামলা হয় বিহারে। সেখানে সালমান খানকে আসামি করা হয়। তবে আদালত মামলাটি গ্রাহ্য করেনি।

১৪ জুন সুশান্তর মৃত্যুর পর থেকেই একাধিক তত্ত্ব সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। যার মধ্যে অন্যতম দিশার সঙ্গে সুশান্তর মৃত্যুর যোগ। সুশান্তর মৃত্যুর দিন কয়েক আগে ৮ জুনের রাতে রহস্যজনক মৃত্যু হয় দিশার। তিনি বহুতল ভবন থেকে ঝাঁপ দেন। দুজনের মৃত্যুর সঙ্গেই নাকি যোগ রয়েছে আরবাজের এমনটা দাবি করা হয় বিভোর আনন্দ ও সাক্ষী ভান্ডারির বেশ পোস্টে। সেই ‘ভুয়া দাবি’র বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন আরবাজ।সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলোর তরফে তাদের আইনজীবীরা আদালতে জানান, এই মামলায় অযথা তাদের নাম জড়ানো হচ্ছে ও পক্ষ হিসেবে তুলে ধরা হচ্ছে। এই মামলার বিস্তারিত জবাব দিতে সময় প্রার্থনা করেন তারা। আদালত ২ সপ্তাহ সময় দিয়েছে তাদের।এ ছাড়া আগামী শুনানির আগে পর্যন্ত বিভোর, সাক্ষী-সহ বাকি নেটিজেনদের খান পরিবারের নাম জড়িয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেয় আদালত। সোশ্যাল মিডিয়াকেও এই ধরনের মন্তব্য তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।সুশান্ত মামলায় সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন আরবাজের ভাই সোহেল খানের শ্যালক বান্টি শচদেব। বলিউডের ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কর্নারস্টোনের সিনিয়র এক্সিকিউটিভ তিনি। এ কোম্পানিতে কাজ করতেন দিশা।এ ছাড়া এনসিবির মামলার কেন্দ্রবিন্দুতে থাকা বলিউডের আরেক ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে সালমান খানের যোগ রয়েছে এমন দাবি করা হয়েছিল বেশ কিছু মিডিয়া রিপোর্টে। তবে সালমানের আইনজীবী জানান, ওই প্রতিষ্ঠানের সঙ্গে বলিউড অভিনেতার কোনো সম্পর্ক নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...