দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই রাতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৩ স্কুলছাত্রী। এ বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেলকুচি উপজেলার বালাবাড়ী গ্রামের ৮ম শ্রেণির ছাত্রী (১৩), দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের ১০ম শ্রেণির ছাত্রী (১৫) এবং গোপালপুর গ্রামের ৯ম শ্রেণির ছাত্রীর (১৪) বাল্যবিয়ে বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবার কাছ থেকে সর্বোমোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রত্যেক কনের বাবার কাছ থেকে তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় সংশ্লিষ্ট থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ