দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো-ওই তরুণীর বন্ধু নয়ন (২২), তার বন্ধু মোহাম্মদ আলীম হোসেন (২২) ও জামাল উল্লাহ মোহাম্মদ রিফাত (১৯), স্থানীয় জলসা হোটেলের ম্যানেজার নুর উদ্দিন (৩৮) ও কর্মচারী বারেক (২২)। পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে মিরসরাই উপজেলার বাসিন্দা ওই তরুণীর বিবাহ বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি তার সঙ্গে নয়নের পরিচয় হয়। এর সূত্র ধরে শনিবার ওই তরুণী নয়নের সঙ্গে সীতাকুণ্ডে বেড়াতে যান। রাতে তারা পৌর সদরের একটি আবাসিক হোটেলে থাকেন। নয়নসহ বেশ কয়েকজন তাকে আটকে রেখে ধর্ষণ করেন। পরে হোটেল থেকে ছাড়া পেয়ে ওই তরুণী সীতাকুণ্ড থানায় মামলা করেন বলে তিনি জানান। ধর্ষণের শিকার তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ