Home খেলা কোহলির তীব্র সমালোচনায় গম্ভীর

কোহলির তীব্র সমালোচনায় গম্ভীর

দ্যা নিউজ বিডি,স্পোর্টস ডেস্ক: আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অবিচ্ছেদ্য অংশ বিরাট কোহলি।  এ পযর্ন্ত হওয়া ১৩টি আসরেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন কোহলি।২০০৮ থেকে পাঁচ মৌসুম খেলার পর ২০১৩ সালের আসর থেকে দলটির অধিনায়ক হন কোহলি।  এরপর টানা ৮ মৌসুম অধিনায়কত্ব করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি তিনি।আইপিএলে কোহলির ব্যক্তিগত পারফরম্যান্স যতোই দুর্দান্ত হোক না কেন; অধিনায়ক হিসেবে তিনি যে ব্যর্থ তা আর বলার অপেক্ষা রাখে না। শুক্রবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে নাস্তানাবুদ হয়ে আইপিএলকে বিদায় জানানোর পর কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।এমন পরিস্থিতিতে পরের আসরে ব্যাঙ্গালুরুর কর্তৃপক্ষকে অধিনায়কত্ব পরিবর্তন করতে পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

শুধু তাই নয়; বিরাট কোহলিকে একরকম ধুয়ে দিলেন গৌতম গম্ভীর।গম্ভীর বলেছেন, আমি যদি ব্যাঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি মালিক হতাম, তাহলে অবশ্যই অধিনায়কত্বে পরিবর্তন আনতাম। কেননা কাউকে কোনোরকমের সাফল্য ছাড়া ৮টি বছর ছাড় দেয়া যায় না।কোহলির সমালোচনায় গম্ভীর বলেন, ‘এখানে প্রশ্নটা জবাবদিহিতার। অধিনায়কত্বের ৮ বছর হয়ে গেল কিন্তু কোনো শিরোপা নেই। আট বছর অনেক লম্বা সময়। আমাকে অন্য কোনো অধিনায়ক দেখান, আচ্ছা অধিনায়ক ভুলে যান, অন্য কোনো খেলোয়াড় দেখান যাকে বিনা শিরোপায় ৮ বছর সুযোগ দেয়া হতো বা হবে। তাই এখানে জবাবদিহিতা থাকতে হবে। একজন অধিনায়ককে দায়িত্ব নিতে হবে।’এ বিষয়ে বিরাট কোহলির নিজেরই সরে যাওয়ার ঘোষণা দেয়া উচিত বলে মনে করেন গম্ভীর।কলকাতাকে দুইবার শিরোপা এনে দেয়া এই অধিনায়ক বলেন, বিরাট কোহলির বিরুদ্ধে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু দলের এমন অবস্থায় তার উচিত হাত উঁচিয়ে বলা যে, আমিই এর জন্য দায়ী। আমি এই ব্যর্থতার সব দায়িত্ব গ্রহণ করছি।  কারণ আট বছর কিন্তু অনেক লম্বা সময়।’

কোহলিকে কেন অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত সে প্রশ্নে রবীচন্দ্র অশ্বিন, রোহিত শর্মা আর মহেন্দ্র সিং ধোনির উদাহরণ টেনে আনেন গম্ভীর।তিনি বলেন, ‘অশ্বিনের সঙ্গে কী হয়েছে দেখুন! পাঞ্জাবের হয়ে ২ বছর অধিনায়কত্ব করেও সে শিরোপা এনে দিতে পারেনি।  যে কারণে তাকে বাদ দেয় পাঞ্জাব।  এমএস ধোনি, রোহিত শর্মার ব্যাপারটি দেখুন। ধোনি তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, রোহিত শিরোপা জিতেছে চারবার। তারা সাফল্য পেয়েছে বলেই লম্বা সময় ধরে অধিনায়কত্ব করে যাচ্ছে। আমি নিশ্চিত, রোহিত যদি ৮ বছর ধরে শিরোপাশূন্য থাকত, তাকেও সরিয়ে দেয়া হতো।  কিন্তু কোহলির বেলায় এসব নিয়ম দেখছি না। সবার জন্য একই নিয়ম থাকা উচিত।’প্রসঙ্গত, রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে তাদের দল মুম্বাই ও চেন্নাই কয়েকবার শিরোপার স্বাদ পেয়েছে।  এ দুই অধিনায়ক নিজ নিজ দলকে কয়েকবার নিয়ে গেছেন ফাইনালে।  সেখানে অধিনায়ক কোহলির সাফল্য বলতে কেবল গত ৮ মৌসুমে মাত্র ৩ বার প্লে-অফে উঠতে পারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...