দ্যা নিউজ বিডি, নিজস্ব প্রতিবেদক: আটকে রেখে আটদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে। সিলেটে গোয়াইনঘাট উপজেলায় এমন ঘৃণ্য ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক জাকির হোসেনসহ (২৪) দুইজনকে আটক এবং ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমের অভিনয় করে ও বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২০ নভেম্বর রাতে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পূর্বপেকেরখাল গ্রামের ওই কিশোরীকে নিয়ে পালিয়ে যান জাকির হোসেন। ওইদিন রাত ১০টার দিকে কিশোরীর বাবা-মা তাদের মেয়েকে খুঁজে না পেয়ে পরবর্তীতে জানতে পারেন জাকির তাদের অপ্রাপ্তবয়ষ্ক মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। পরে ওই কিশোরীর বাবা জাকিরকে আসামি করে গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শফিক ইসলাম খান ওই কিশোরীকে উদ্ধার এবং জাকিরকে ধরতে গোয়াইনঘাট ও সিলেট সদর উপজেলার বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা করেন। অবশেষে গত রোববার রাতে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার সিলেট শহরতলির কল্লোগ্রাম এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে অভিযান চালিয়ে শাহপরাণ (রহ.) থানার পীরের চক গ্রামের ফারুক আহমদের ছেলে জাকির হোসেন ও চেরাগ আলীর ছেলে আলী হোসেনকে আটক করা হয়।নির্যাতনের শিকার ওই কিশোরী জানায়, জাকিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ২০ নভেম্বর রাতে হঠাৎ বাড়িতে উপস্থিত হয়ে জাকির তার সঙ্গে পালিয়ে যেতে বলেন। পালিয়ে না গেলে জাকির আত্মহত্যার হুমকিও দেন। পরে সে ভয় পেয়ে কাউকে কিছু না বলে জাকিরের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। ওইদিন রাতে চেঙ্গেরখাল নদীর পারে নিয়ে ৪-৫ জন যুবকের সঙ্গে পরিচয় করিয়ে দেন জাকির। ওই যুবকরা জাকিরের বন্ধু বলে পরিচয় দেন। পরে রাতেই তার চোখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে সবাই মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। গত আটদিনে তারা সবাই একাধিকবার তাকে ধর্ষণ করেছে। এছাড়াও পানির সঙ্গে গর্ভনিরোধক ওষুধ খাইয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ