দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: দিনাজপুরের হাকিমপুরের মংলা, ঘাসুরিয়া এবং ভাইগড় সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯টি ভারতীয় মহিষ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৫০ হাজার টাকা বলে তারা জানায়। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোরাকারবারিদের ধাওয়া করলে মহিষগুলো রেখে পালিয়ে যায়। পরে মালিকবিহীন অবস্থায় মহিষগুলোকে জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান। হাকিমপুরের মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, চোরাকারবারিরা ভারত থেকে সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে মহিষ পাচার করছে এমন গোপন সংবাদে মংলা ক্যাম্পের একটি টহলদল সেখানে অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মহিষগুলো রেখে পালিয়ে যায় তারা। এভাবে পৃথক অভিযানে ঘাসুরিয়া, মংলা ও ভাইগড় সীমান্ত এলাকা থেকে ৯টি মহিষ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ