দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে ২২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। আজ মঙ্গলবার র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।তারা হলেন- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মুসলিমবাগের শাহজাহান মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর আলম সুমন (২০) ও মাসুক মিয়ার ছেলে রোমান মিয়া (২৫)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল সেতুর টোল প্লাজায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ