দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে খনি শ্রমিক বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে ২৭ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। বাসটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রন হারিয়ে ১ হাজার ৩০০ ফুট খাদে পড়ে যায় ও এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পেরুর দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে প্রায় অর্ধশত শ্রমিককে নিয়ে খনি থেকে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।দেশটির সরকার কর্তৃপক্ষ থেকে এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।খবর পেয়ে উদ্ধারকারি দল পৌছালে দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খনি কর্তৃপক্ষ বলছে বাসটির চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলো আর তাতেই এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকেরা কয়েক সপ্তাহ ধরে টানা কাজ করায় তাদের ছুটিতে বাড়িতে পাঠানো হচ্ছিল, এবং যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।দেশটির পাহাড়ি রাস্তায় প্রতি বছর ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। দুর্গম রাস্তা ও দুর্বল পরিবহন ব্যবস্থার জন্য এরুপ ঘটনা অধিক ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ