দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: কনকনে শীতে জবুথবু ভারত। পাঞ্জাব, রাজস্থানের অনেক এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে। ঠান্ডায় কাঁপছে পশ্চিম ও উত্তর ভারত। বৃষ্টির মতো এবার শীতও চরমে উঠেছে উত্তর ভারতে। প্রবল শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এ অঞ্চলে। দ্রুত কমছে তাপমাত্রা। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের কিছু অংশ এবং মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহ চলছে। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। তারপর পরিস্থিতির সামান্য উন্নতি হবে। সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়বে। তারপর শৈত্যপ্রবাহ পরিস্থিতি থেকে কিছুটা বেরিয়ে আসবে উত্তর ভারতের রাজ্যগুলো। ডিসেম্বরের মাঝামাঝিতেই রাজধানী দিল্লিতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর উত্তরাখন্ডে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রাজস্থানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল পর্যন্ত উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্ব ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেন্টিগ্রেড কমবে। অন্যদিকে, জম্মু কাশ্মির, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড এবং উত্তরপ্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে আগামীকাল পর্যন্ত।
দিল্লিতে রোববার এই মৌসুমের সবচেয়ে শীতলতম দিন ছিল। সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। লোধী রোডে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজস্থানের ফতেপুর এবং চুরুতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমেছে। ফতেপুরে সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস নিচে। অন্য দিকে, চুরু এবং সিকরে তাপমাত্রা হিমাঙ্কের ২ ডিগ্রি নিচে নেমে গেছে। অমৃতসরেও তাপমাত্রা হিমাঙ্কের নিচে পৌঁছেছে।পশ্চিমবঙ্গেও আগামী দু’দিন তাপমাত্রা কমবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। এই পরিস্থিতি দু’দিন থাকার পর ফের তাপমাত্রা বাড়বে। গত শনিবার কলকাতায় ছিল এই মৌসুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রোববার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে হয়েছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি কম।
উত্তরাখন্ডে কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর হলুদ সতর্কতা জারি করেছে। এ রাজ্যের একাধিক এলাকায় তুষারপাত শুরু হয়েছিল নভেম্বর মাস থেকেই। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক জাতীয় মহাসড়ক। এ বছর তাপমাত্রার রেকর্ড পতন হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। নভেম্বরের প্রথমেই তাপমাত্রার পারদ নামতে শুরু করে দিয়েছিল অস্বাভাবিক হারে। সে ধারা অব্যাহত রয়েছে। ডিসেম্বরের শেষে সেই তাপমাত্রার পারদ আরও নামবে। অর্থাৎ উত্তরাখন্ডে তাপমাত্রার পারদ মাইনাসের নিচে নেমে যেতে পারে বলে জানানো হয়েছে। মরুরাজ্য রাজস্থানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। রাজস্থানের পাশের রাজ্য পাঞ্জাব এবং হরিয়ানাতেও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আগামী ৫ দিন গুজরাটের একাধিক জায়গায় শৈত্যপ্রবাহ চলবে। ফলে এই রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।