দ্যা নিউজ বিডি,স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত সময় পার করছে পিএসজি। তবে মেসি-এমবাপ্পে গুঞ্জন যেন পিছু ছাড়ছে না। এমবাপ্পের সঙ্গে মেসির সম্পর্কটা নাকি ঠিকঠাক নেই। তবে এরপর দু’জন জুটি বেঁধে গোল করেছেন মাঠে। একে-অন্যকে ভাসিয়েছেন প্রশংসাতেও। মঙ্গলবার এমবাপ্পে উদযাপন করছেন তার ২৩তম জন্মদিন। তাতে সঙ্গী হয়েছিলেন পিএসজিতে তার সতীর্থরাও। কিন্তু যেসব ছবি বা ভিডিও প্রকাশ পেয়েছে, কোথাও দেখা যায়নি মেসিকে। ছিলেন না ব্রাজিল তারকা নেইমার অথবা আর্জেন্টিনার আরেক তারকা ডি মারিয়াও।এমবাপ্পের জন্মদিন উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের স্টোরিতে প্রকাশ করেছেন রামোস। সেটিতে ছিলেন না মেসি। তবে রামোসের সঙ্গে ওই ভিডিওতে দেখা গেছে ফ্রান্সে এমবাপের সতীর্থ ভারনেটকে।পরে একটি ছবি প্রকাশ করেন ভারনেট। যেখানে ছিলেন সার্জিও রিকো, আন্দ্রে হেরেরা, আশরাফ হাকিমি, রাফিনহা ও কেইলার নাভাস। উইজনালডম, ড্রাক্সকুলার, দানিলোও ছিলেন ছবিটিতে। কিন্তু আর্জেন্টিনার তিন পিএসজি তারকা ডি মারিয়া, মেসি ও পারেদেস কেউই ছিলেন না।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ