দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজধানীর কাপ্তান বাজারে একটি দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আজ শনিবার (০৮ জানুয়ারি) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগার খবর পান তারা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ছুটে যায়। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টা ১২ মিনিটে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘আগুনে ইয়াসিন নামে এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। দোকানটি কিসের ছিল সেটি এখনও জানা যায়নি।’
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ