দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বগুড়ার ধুনট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ১১টি মামলার আসামি তালিকাভুক্ত ও শীর্ষ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক বিক্রেতা লস্কর প্রামানিক ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি আজুপাড়া এলাকার মৃত জয়েন উদ্দিনের ছেলে। থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ জানতে পারে, মাদকের বড় একটি চালান ধুনট উপজেলার একটি বাড়িতে মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই মোরশেদুল ইসলাম, এএসআই রতন কুমার ও এএসআই আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা লস্করের বাড়ি থেকে ১০ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ কেজি গাঁজাসহ শীর্ষ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী লস্করকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ধুনট থানাসহ বিভিন্ন থানায় ১১টি মাদক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ