দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত একটি জুসের প্যাকেট থেকে ২২টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক কাস্টমস কর্মকর্তার। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ২ ও ৩ নম্বর লাগজে বেল্টের কাছে চেয়ারের নিচে একটি পরিত্যক্ত একটি জুসের প্যাকেট পায় প্রিভেন্টিভ দল। পরবর্তীতে জুসের প্যাকেটটি স্ক্যান করলে ভেতরে স্বর্ণের অস্তিত্ব টের পাওয়া যায়। জুসের প্যাকেটটি খুলে ১১৬ গ্রাম ওজনের ২২টি সোনার বার পাওয়া যায়। তিনি জানান, উদ্ধার করা বারগুলোর মোট ওজন ২ কেজি ৫৫২ গ্রাম। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। তবে কাউকে আটক করতে পারেনি কাস্টম কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ