দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ থেকে ২ লাখ ৭৪ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইফুল আলমের নেতৃত্বে ইসলামাবাদ ইউনিয়নের আওয়ালিয়াবাদ এলাকার একটি বসতঘরের মাটির নিচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় হাসান আলী নামের এক মাদক ব্যবসায়ীকে। সে আওয়ালিয়াবাদ গ্রামের বাসিন্দা বলে জানান পুলিশ।এদিকে রোববার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম জানান, হাসান আলী ছাড়াও এ ইয়াবা ব্যবসার সঙ্গে কারা জড়িত তা অনুসন্ধান করা হচ্ছে। তিনি আরও, যারা ইতোমধ্যে মাদকসহ আটক হয়ে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এসেছে তাদের নজরদারিতে রাখা হয়েছে। জেলা পুলিশের এই মুখপাত্র বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে জেলা পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ