দ্যা নিউজ বিডি,স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানে পিএসজির হয়ে নিজের দ্বিতীয় গোল পেয়েছেন লিওনেল মেসি। ফরাসি জায়ান্টরাও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিলেকে তাদেরই মাঠে উড়িয়ে দিয়েছে ৫-১ ব্যবধানে। ম্যাচের ১০ম মিনিটে এগিয়ে যায় পিএসজি। এক ক্রস থেকে বল লুফে নিতে ব্যর্থ হন গোলরক্ষক ইভো গারবিচ। মুহূর্তেই ছোঁ দিয়ে জাল খুঁজে নেন দানিলো পেরেইরা। তবে ২৮তম মিনিটে হাতেম বেন আরফারের ক্রসে লিলেকে সমতায় ফেরান সেভেন বোটম্যান। ৩২ তম মিনিটে মেসির পাসে দুর্দান্তভাবে বল জালে পাঠান প্রেসনেল কিমপেম্বে। এর ৬ মিনিট পর চিপে গোলরক্ষক গারবিচের মাথার ওপর দিয়ে জাল খুঁজে নেন মেসি। বিরতির পর নিজের দ্বিতীয় গোল করেন দানিলো। ৬৭তম মিনিটে পিএসজির পঞ্চম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। এই সপ্তাহে ফ্রেঞ্চ কাপে নিসের বিপক্ষে টাইব্রেকারে হারের পর দুর্দান্তভাবে জয়ে ফিরল মাউরিসিও পচেত্তিনোর দল। বার্সেলোনা কিংবদন্তি মেসি পিএসজির হয়ে লিগে ১৩তম ম্যাচে এসে পেলেন দ্বিতীয় গোলের দেখা। গত নভেম্বরে নঁতের বিপক্ষে পেয়েছিলেন প্রথম গোল। তবে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ৫ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২০০৫ সালের পর থেকে প্রতিটি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল পেয়েছেন ৩৪ বছর বয়সী তারকা। লিলের বিপক্ষে দাপুটে জয়ে লিগ ওয়ানে দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে গেলো শীর্ষে থাকা পিএসজি। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৬।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ