দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১৬কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে। আজ সোমবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকা থেকে আসামির বসতবাড়ি থেকে তাকে গাঁজাসহ আটক করা হয়। তিনি হলেন টেকনাফ সদর ইউনিয়নের এখলাছ মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম প্রকাশ মুন্না (৩৫)। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম সদরের উত্তর লেঙ্গুরবিল গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, পরে আটক আসামির বসতবাড়িতে তল্লাশী চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিকমূল্য ৩ লাখ ২০ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ