দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করেছে যে, দ্রূত পদক্ষেপ না নিলে আফগানিস্তানে ১০ লাখ শিশু তীব্র অপুষ্টিতে মারা যেতে পারে। ইউনিসেফের অনুমান ২০২২ সালে ১৩ লাখ শিশু সহ প্রায় ২৫ লাখ আফগান নাগরিকের মানবিক সহায়তার প্রয়োজন হবে। এর মধ্যে ১১ লাখ শিশু খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন এবং স্বাস্থ্য সেবার অভাবে তীব্র অপুষ্টির শিকার, যাদের বয়স পাঁচ বছরেরও কম। দেশটিতে প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। ২০২১ সালে হামে আক্রান্ত হয়েছে ৬০ হাজারেরও বেশি শিশু।তালেবানের জনস্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে যে, অপুষ্টিতে ভুগছে এমন শিশুর সংখ্যা প্রায় ৪৪ লাখ।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ