দ্যা নিউজ বিডি,ডেস্ক: সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে আছে মার্কিন সংগীত শিল্পী টেইলর সুইফটের ভক্ত। এবার জানা গেল এই শিল্পী বলিউডে কাজ করতে চান। এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছেন, বলিউডে কাজ করতে চান তিনি। পাশাপাশি এ আর রহমানের প্রশংসাও করেছেন। পুরনো সেই সাক্ষাৎকার আবার নতুন করে আলোচনায় এলো। ২০১৪ সালে হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাৎকারে টেইলর সুইফট বলেছিলেন ‘আমি এআর রহমান সম্পর্কে অনেক শুনেছি। আমি মনে করে তিনি একজন দারুণ মিউজিশিয়ান। তার সুর আত্মা ছুঁয়ে দেয়। তার গান সরাসরি শুনতে চাই একবার হলেও।’টেইলর সুইফটকে জিজ্ঞেস করা হয় তিনি ভারতের মিউজিসিয়ানদের সঙ্গে কাজ করতে চান কিনা। উত্তরে তিনি বলেন, ‘এখনো কোনো পরিকল্পনা নেই। তবে আমাকে প্রস্তাব দেয়া যাবে। কয়েকটি হিন্দি শব্দও শিখেছি।’
বলিউড সম্পর্কেও ধারণা আছে গায়িকার। বলেছেন, ‘বলিউড সম্পর্কে অনেক শুনেছি। ভারতের সিনেমায় অনেক গান থাকে ও নাচ থাকে। আমার ভালো লাগে। গান-নাচের মাধ্যমে দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় সহজে।’টেইলর আরও বলেন, ‘বলিউডে অভিনয় করতে পারবো কিনা নিশ্চিত নই। হিন্দি বলতে পারি না। তবে বলিউডে গান করতে চাই।’আধুনিক পপ মিউজিকে অন্যতম পরিচিত এক নাম টেইলর সুইফট। মার্কিন এই গায়িকা খুব অল্প সময়ের মধ্যেই পপ সংগীত সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। টেইলর সুইফট শুধু যে গাইতে পারেন তা নয়, তিনি গানও লেখেন। একই সঙ্গে গিটার, পিয়ানোর মতো বাদ্যযন্ত্র বাজাতে পারেন। তার ঝুলিতে অ্যাওয়ার্ডের পরিমাণও কম নয়। সংগীত জগতের একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন এই শিল্পী।