দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের (কভিড-১৯) অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে বিশ্বে শনাক্ত করোনা রোগী ৪১ কোটি ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ লাখ ২৮ হাজারে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের রবিবার সকালের হালনাগাদ তথ্যে এমন চিত্র উঠে এসেছে। অবশ্য দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৮ লাখ ৫২ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন যা আগের দিন ছিল প্রায় সাড়ে ২৩ লাখ। একই সময়ে মারা গেছেন ৭ হাজার ৭১৮ জন যা আগের দিন ছিল ১১ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪১ কোটি ৭ লাখ ৪৩ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ৫৮ লাখ ২৮ হাজার ৬৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রাশিয়ায় ২ লাখ ৪ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে দেশটিতে মারা গেছেন ৭২৯ জন। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত হয়েছে ব্রাজিলে ১ লাখ ৩৪ হাজারের বেশি। একই সময়ে মারা গেছেন ৮৯২ জন যা এদিন বিশ্বে সর্বোচ্চ। এদিকে যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ কমে ৫৯ হাজারে নেমে এসেছে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৭৩ জন।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ