দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার মাদকের মূল্য ৫ কোটি ৭ লাখ টাকা। আটক রোহিঙ্গা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি-১৬ ব্লকের মীর আহমেদের ছেলে সাদেক হোসেন (২৫)। আটক রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প- ১০ এর একটি শেড থেকে তাকে আটক করা হয়। ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে ক্যাম্পের ওই শেডে ইয়াবার একটি চালান মজুত আছে বলে খবর পেয়ে অভিযানে যায় এপিবিএন সদস্যরা। সেখানে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় সাদেককে আটক করা হয়। তার নামে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ