দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: টানা বর্ষণে সৃষ্ট বন্যায় ভয়াবহ ভূমিধসে ব্রাজিলের পেট্রোপলিস শহরে কমপক্ষে ৯৪ জনের মৃত্যু হয়েছে। আটকে পড়াদের জীবিত উদ্ধারে বুধবারও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যেতে দেখা যায় উদ্ধারকর্মীদের। খবর এএফপি’র। রাজধানী রিও ডি জেনেইরো’র উত্তরের পাহাড়ি এই পর্যটন শহরে মঙ্গলবার তিন ঘণ্টায় প্রায় একমাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়। এতে সড়কগুলো রীতিমতো নদীতে পরিণত হয়। ভেসে যায় ঘরবাড়ি।এখনো কমপক্ষে ৩৫ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। কাদা এবং ধসে যাওয়া ঘরবাড়ির নিচ থেকে আটকে পড়াদের উদ্ধারে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী ও স্বেচ্ছাসেবকরা। আটকের পড়াদের অনেকেই দারিদ্র্যপীড়িত বস্তির বাসিন্দা।গত তিন মাসের মধ্যে ব্রাজিলে ধারাবাহিক প্রাণঘাতী ঝড়-বৃষ্টির সর্বশেষ ঘটনা এটি। জলবায়ু পরিবর্তনই এজন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মৃতের সংখ্যা জানানোর সময় প্রাদেশিক সরকার জানায়, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।সময় ফুরিয়ে যাওয়ার আগেই প্রশিক্ষিত কুকুর, এক্সকাভেটর এবং হেলিকপ্টার ব্যবহার করে দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে।রিও পাবলিক প্রসিকিউটর অফিস জানায়, নিখোঁজদের তালিকায় ৩৫ জনের নাম নিবন্ধন করা হয়েছে। প্রায় ৩০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ