দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনী ও ‘জঙ্গি’দের মধ্যে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ভারতের দুই সেনা জওয়ানের। পাল্টা ভারতীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছে এক ‘জঙ্গি’। সোপিয়ানের জানিয়াপোরা এলাকায় শনিবার সকালে এই গোলাগুলির ঘটনা ঘটে। সোপিয়ানের জানিয়াপোরার চেরমার্গ এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে ভারতীয় সেনা ও নিরাপত্তারক্ষীরা অভিযান চালায়। পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানে চেরমার্গ এলাকাটি সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়। শূন্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে যায় নিরাপত্তা বাহিনী ও পুলিশ। সেসময়েই গুলি বিনিময়ে নিহত হয় ১ জঙ্গি। তবে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ভারতের দুই সেনা জওয়ানও। এ প্রসঙ্গে বারামুল্লার ড্যাগার ডিভিশনের প্রধান মেজর জেনারেল অজয় চাঁদপুরিয়া বলেন, ‘নিহত জঙ্গির কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র পাওয়া গিয়েছে। যা সাধারণত জঙ্গিদের কাছে দেখা য়ায় না। এই সকল অস্ত্র আফগানিস্তান ছেড়ে আমেরিকার সেনা চলে যাওয়ার সময় রেখে গিয়েছিল। সেই অস্ত্র এসে পৌঁছেছে এই জঙ্গিদের হাতে। কাশ্মীরে আরও এই ধরনের অস্ত্র আসতে পারে’।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ