দ্যা নিউজ বিডি,স্পোর্টস ডেস্ক: স্বপ্নের মতো এক স্পেলে বাংলাদেশকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিলেন ফজলহক ফারুকি। মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছেন। স্বাগতিক দল তাকে সিলেবাসে রেখেছিল কি না কে জানে! রশিদ খান, মুজির উর রহমানদের আড়ালে রেখে এই ২১ বছর বয়সী ত্রাস ছড়ালেন।বাঁহাতি পেসারের তোপে ২১৬ রান তাড়া করতে নেমেও কোমায় চলে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন। ৪৫ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। সেখান থেকে আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ প্রাণ সঞ্চার করেন। সপ্তম উইকেটে রেকর্ড জুটি গড়ে দলকে এনে দেন দারুণ জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাঁহাতি পেসার ফজলহক এলোমেলো করে দেন স্বাগতিক ব্যাটিং অর্ডার। ৪৫ রানেই ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দুই ওপেনার লিটন দাস (১) ও তামিম ইকবালকে (৮) তুলে নেন ফজলহক। পঞ্চম ওভারে ফিরে আবারো জোড়া উইকেট শিকার করেন তিনি। এবার তুলে নেন মুশফিকুর রহিম (৩) ও ইয়াসির আলী রাব্বীকে (০)। ইয়াসির অভিষেকে ডাক মারার তেতো স্বাদ পান। বাংলাদেশ মাত্র ১৮ রানে ৪ উইকেটে পরিণত হয়।
অষ্টম ওভারে বাংলাদেশ আবারো ধাক্কা খায়। এবার সাকিব আল হাসানকে (১০) বোল্ড করেন মুজিব উর রহমান। ১২তম ওভারে মাহমুদউল্লাহকে (৮) গুলবাদিন নাইবের হাতে ক্যাচে পরিণত করেন রশিদ খান। ফলে দলীয় ৫০ পূরণের আগেই ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পাড়ে টাইগাররা।সেখান থেকে দলকে টেনে তুলার দায়িত্ব কাঁধে নেন দুই তরুণ আফিফ ও মিরাজ। ৫৮ বলে ৫০ পূরণ করে এই জুটি। বাংলাদেশ ২১.৬ ওভারে দলীয় ১০০ পূরণ করে।ড্রিংকস বিরতির সময় ৩০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৩০/৬। ড্রিংকসের পর ফিফটি তুলে নেন আফিফ। মিরাজও তার সঙ্গে পাল্লা দিয়ে রান করতে শুরু করেন। মিরাজ ফিফটি তুলে নেওয়ার পর তার রান এগিয়েছে আফিফের সঙ্গে হাতধরাধরি করে।এর আগে টাইগার বোলারদের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ব্যাটিং করতে পারেনি আফগানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দলটি। নাজিবুল্লাহ জাদরানের ৮৪ বলে ৬৭ ও রহমত শাহর ৬৯ বলে ৩৪ রানের পরও তাই ৪৯.১ ওভারে ২১৫ রানে থামে তারা।টাইগারদের পক্ষে মোস্তাফিজুর রহমান সবচেয়ে সফল। ৯.১ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন তাসকিন, সাকিব ও শরিফুল। অন্য উইকেটটি মাহমুদউল্লাহর।একই ভেন্যুতে সিরিজের পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। এরপর ঢাকায় দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।