দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীতে ৭০ ভরি সোনাসহ এক চোরাকারবারি কে আটক করেছে বিজিবি।আটককৃত চোরাকারবারি চাঁপাইনববাগঞ্জ জেলার রানীনগর (বকচর) গ্রামের মৃত সানাউল্লার ছেলে মুক্তার হোসেন (৪০) ।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ভগবন্তপুর খেয়া ঘাট (হাটপাড়া) থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মোক্তার হোসেন (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর রাণীনগর ইউনিয়নের বকচর গ্রামের মৃত সানাউল্লার ছেলে। হেরোইনসহ মাদক পাচারের রুট হিসেবে পরিচিত গোদাগাড়ী সীমান্ত দিয়ে এর আগে সোনা বড় বড় চালান বহন করে ভারতেপাঠিয়ে বলে মোক্তার হোসেন বিজিবির কাছে স্বীকার করেছে।৫৩ বিজিবির গোদাগাড়ী বিওপির কমান্ডার সুবেদার আইনুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অত্র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হাটপাড়া খেয়া ঘাটে মোক্তার হোসেনের শরীর তল্লাশী করে সাতটি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৭০ ভরি।যার মূল্য প্রায় সাড়ে ৫২ লাখ টাকা।আইনুদ্দিন বলেন, সোনাগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল মুক্তার হোসেন। দীর্ঘদিন ধরে তিনি সোনা পাচারের সঙ্গে জড়িত। এরা আগেও তিনি সোনা পাচারে বহনের কাজ করেছে।তাকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করে একটি মামলা দেয়া হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ