দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার সকালে নদীতে তল্লাশির সময় একজন পুরুষের লাশ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। এ নিয়ে মোট সাতজনের লাশ উদ্ধার হল।নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন, গতকাল উদ্ধার হওয়া ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, লঞ্চটির আরও পাঁচ আরোহী নিখোঁজ রয়েছেন বলে স্বজনরা জানিয়েছেন। তাদের সন্ধানে নদীতে দ্বিতীয় দিনের মত তল্লাশি অভিযান চলছে। নিখোঁজ ৫ জন হলেন- মুন্সিগঞ্জের হাতেম আলী, আব্দুল্লাহ আল জাবের, জোবায়ের হোসেন, সোনারগাঁওয়ের উম্মে খায়রুন ফাতেমা এবং আরোহী নামে সাড়ে তিন বছরের এক শিশু। রবিবার দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন মালবাহী জাহাজ রূপসী-৯ পেছন থেকে ধাক্কা দিলে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এম এল আশরাফ উদ্দিন-২।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ