দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: খুলনায় হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান নিলে বাম গণতান্ত্রিক জোটের ৬ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর গোলকমনি শিশু পার্ক ও ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। সিপিবি নেতা এস এম রশিদ জানান, খুলনা প্রেস ক্লাবের আদুরে গোলক মনি শিশু পার্কের সামনে থেকে সিপিবি খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সহকারী সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, বাসদের জেলা আহবায়ক নেতা জনার্দন দত্ত নান্টু, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক নেতা মনির চৌধুরী সোহেল, সিপিবি নেতা কিংসুক রায়, নীরোজ রায়কে পুলিশ আটক করেছে। রাতে বাসা থেকে ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি মোজাম্মেল হক, সিপিবি ফুলতলা উপজেলা সভাপতি গাজী আফজাল হোসেনকে গ্রেপ্তার করে। খুলনায় কোথাও পুলিশ রাস্তায় নামতে দিচ্ছে না।
এদিকে সকাল ৯টায় নগরীতে যান চলাচল স্বাভাবিক ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছে যথারীতি। অফিস আদালতে হরতালের কোনো প্রভাব পড়েনি। খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, রাস্তায় যান চলাচল বিঘ্ন সৃষ্টি করে মিছিল করার প্রস্তুতিকালে কয়েকজনকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, গত ১১ মার্চ বামজোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারা দেশে অর্ধদিবস হরতাল ডাকা হয়। এ ছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও ২৮ মার্চ হরতাল ঘোষণা ও তা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়।সিপিবি বলেছে এ হরতাল কোনো দলের নয় এ হরতাল সবার। এ হরতাল দেশের সাধারণ মানুষের পক্ষে হরতাল।