দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বিশ্বনন্দিত ভারতীয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এ আর রহমান। মঙ্গলবার বিকেলে গণভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ‘এ আর রহমান কনসার্টে’ সংগীত পরিবেশনা করবেন এ আর রহমান। বিসিবির আয়োজনে এ কনসার্টে তিনি বঙ্গবন্ধুর সম্মানে তৈরি বাংলা ও হিন্দি গানের পাশাপাশি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। কনসার্টে তার ৩৫টি গান পরিবেশন করার কথা আছে। এ অনুষ্ঠানে আরও গান গাইবেন মমতাজ ও ব্যান্ড মাইলস। কনসার্ট সঞ্চালনা করবেন রুমানা মালিক মুনমুন।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ