দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বরগুনার পাথরঘাটায় ডকইয়ার্ডে অগ্নিকাণ্ডে সমুদ্রগামী ৬টি মাছধরা ট্রলার পুড়ে গেছে। রোববার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুনে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে। এ অগ্নিকাণ্ডে ৬টি সমুদ্রগামী মাছধরা ট্রলার পুড়ে গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ