Home খেলা বাংলাদেশের হয়ে প্রথমার্ধে ইব্রাহিমের গোল

বাংলাদেশের হয়ে প্রথমার্ধে ইব্রাহিমের গোল

দ্যা নিউজ বিডি,স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। কুয়ালালামপুরের বুকিত জলিল স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে। তুর্কমেনিস্তানকে এগিয়ে নেন আলতিমিরাত। বাংলাদেশকে সমতায় ফেরান মোহাম্মদ ইব্রাহিম।র‍্যাংকিংয়ে ৫৪ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে শুরুর ৪৫ মিনিট দুর্দান্ত খেলেছে জামাল ভুঁইয়ারা।ম্যাচের দ্বিতীয় মিনিটে কর্নারের পর ডি-বক্সে বল পেয়ে যায় আনমার্কড থাকা জাফর বাবাজানোভ। কিন্তু তার শট ক্রসবারের উপর দিয়ে যায়। সাত মিনিটের মধ্যে চারটি কর্নার পাওয়া তুর্কমেনিস্তান এগিয়ে যায় চতুর্থটি কাজে লাগিয়ে। কর্নারে আন্নাদুরদিয়েভ আলতিমিরাতের কোনাকুনি প্লেসিং শট আটকানোর কোন পথ জানা ছিল না জিকোর। গড়িয়ে গড়িয়ে দূরের পোস্টে বল জড়িয়ে যায়। দ্বাদশ মিনিটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। বিশ্বনাথের লম্বা থ্রো ইনে রাকিব হাসানের ব্যাক হেড গোলরক্ষক লাফিয়ে উঠে আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি, হেডেই সমতা ফেরান মোহাম্মদ ইব্রাহিম। ম্যাচের ফিরে আসার পর একের পর এক সুযোগ তৈরি করে বাংলাদেশ। বার বার হানা দেয় তুর্কমেনিস্তানের রক্ষণে। ২০ মিনিটে বল নিয়ে সাজ্জাদ বক্সে ঢুকে পড়লেও শেষ পর্যন্ত গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারের সঙ্গে পেরে ওঠেননি। ভারসাম্য হারিয়ে পড়ে যান এই ফরোয়ার্ড। ২৩ মিনিটে দলীয় আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু বক্সের মধ্যে তালগোল পাকিয়ে ফেলে ফরোয়ার্ডরা। নষ্ট হয় সুযোগ। ৩৬ মিনিটে আবারও তুর্কমেনিস্তানের রক্ষণ কাঁপায় বাংলাদেশ। বিশ্বনাথের লম্বা করে নেওয়া থ্রো ইন সাজ্জাদের ব্যাক হেড গোল মুখে ইয়াসিন আরাফাত মাথা লাগানোর চেষ্টা করলে তাঁর আগে প্রতিপক্ষের এক ডিফেন্ডার বল বাইরে পাঠিয়ে দেন। সুযোগ এসেছিল তুর্কমেনিস্তানেরও। ৪০ মিনিটে বাংলাদেশকে রক্ষা করেন আনিসুর রহমান জিকো। খালমামমেদোভের কোনাকুনি শট পোস্ট ছেড়ে এসে আটকে দেন জিকো। ৪৩ মিনিটে আনাগুলিয়েভের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে গোল পাওয়া হয়নি বাংলাদেশের। গোছানো আক্রমণে উঠে ডান প্রান্ত থেকে রাকিব বল পাঠান অপর প্রান্তে সাজ্জাদের দিকে কিন্তু তাঁর আগেই দারুণ স্লাইডিংয়ে ক্লিয়ার করে আনাগুলিয়েভে। প্রথমার্ধের বাকি সময় আক্রমণ পালটা আক্রমণে চলতে থাকে। তবে কোনো দলই পারেনি ব্যবধান বাড়াতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

সবাইকে মাদকের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, প্রধানমন্ত্রী

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মাদকের বিরুদ্ধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যেমন উন্নত হচ্ছি, ঠিক তার পাশাপাশি মাদকের প্রভাবও...

শিবচরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে, নিহত ১৭

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর...

খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে আজও দূষণের শীর্ষে ঢাকা

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার র্শীষে অবস্থান করছে রাজধানী ঢাকা। আবহাওয়ার পরিবর্তনসহ মানবসৃষ্ট নানা কারণে দিন দিন যেন ঢাকায় নির্মল...

ইমরান খানকে গ্রেপ্তারে, লাহোরে তীব্র উত্তেজনা, সংঘর্ষ

দ্যা নিউজ বিডি,আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পুলিশ তোষাখানা মামলায় গ্রেফতার করতে চাচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি গ্রেফতারি পরোয়ানা থাকলেও এই একটি...

আজ পবিত্র শবে বরাত

দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: আজ পবিত্র শবে বরাত । যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ধর্মপ্রাণ মুসলমানরা রাতে মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে...