দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: চট্টগ্রামে আবারও একটি বেসরকারি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ তুলা ভর্তি একটি কনটেইনার থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। মিনিট বিশেকের মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। ফলে আগুন ছড়াতে পারেনি। তেমন কোনও ক্ষতিও হয়নি। এর আগে, গত ৪ জুন সীতাকুণ্ডে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরেণে এখন পর্যন্ত ৪৯ জন মারা গেছে। আহত কয়েক শ।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ