দ্যা নিউজ বিডি অনলাইন ডেস্ক: মধ্য আসামের নগাঁও জেলাতে রোববার বন্যার পানিতে তলিয়ে যান দুই পুলিশ সদস্য। সোমবার সকালের দিকে তাদের মরদেহ উদ্ধার হয়েছে। খবর এনডিটিভি।আসাম পুলিশ বলছে, কামপুর পুলিশ স্টেশনের একদল সদস্য রোববার রাতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় বন্যার পানিতে ভেসে যান উপ-পরিদর্শক সমুজ্জল কাকোটি ও কনস্টেবল রাজিব বোরদোলুই।কনস্টেবল রাজিবকে উদ্ধার করা গেলেও এসআই সমুজ্জল নিখোঁজ ছিলেন সোমবার সকালের দিকে তার মরদেহ উদ্ধার করে স্টেট ডিজেস্টার রেসপন্স ফান্ড (এসডিআরএফ)। ভারি মৌসুমি বৃষ্টিপাতের ফলে আসামের ৩৩ টি জেলার অন্তত ৪২ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আসাম ও মেঘালয়ে বন্যা পরিস্থিতি এখনও বিশেষ উন্নতি হয়নি। গতকাল নাগাদ নতুন করে ১০জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে ৮ জন আসামের ও ২ জন মেঘালয়ের। গত ২৪ ঘণ্টায় অন্তত ১২ জনের খোঁজ মিলছে না। সব মিলিয়ে আসামে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭০। বন্যার জেরে প্রায় দেড় লাখের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। প্রায় ৫১৪টি ত্রাণ শিবির করা হয়েছে। সেখানে তাঁদের অনেকেই আশ্রয় নিয়েছেন।বন্যার জেরে ১ লাখ ৭২ হাজার ৯৯২ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক জায়গায় রাস্তা ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আসমাউল হুসনা
নির্বাহী সম্পাদকঃ তানজীল আহমেদ